SEO সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন কি?

Created by tirthopabna in Events 30 Jun 2021
Share

Basics of SEO (Search Engine Optimization)-SEO(সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন) এর মূল বিষয়গুলি SEO(সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন) কি?

SEO
এর পূর্ণরূপ হল Search Engine Optimization(সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন)
।সার্চ ইঞ্জিন-এ যে পদ্ধতির মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটকে সার্চ
এঞ্জিন-এর প্রথম পৃষ্ঠায় নিয়ে আসার জন্য যে প্রযুক্তিগত কৌশল ব্যবহার
করেন সেই প্রযুক্তিগত কৌশল কেই বলা হয় SEO বা Search Engine
Optimization.সার্চ ইন্জিন অপটিমাইজেশন এমন একটা পদ্ধতি যার মাধ্যমে আপনি
সার্চ ইন্জিন ব্যবহার করে আপনার সাইটকে বিনামূল্য সকলের কাছে পৌছে দিতে
পারেন।বর্তমান বিশ্বের বেশিরভাগ মানুষ তার প্রয়োজনীয় তথ্য খুজে পেতে
গুগলে সার্চ করে। গুগল তখন তার সার্চ রেজাল্ট পেজে অনেকগুলো সাইটের ফলাফল
প্রদর্শন করে। কোনটি ওয়েবসাইটের নাম প্রথম পেইজে এবং কোন ওয়েবসাইটের নাম
হয়ত ২য় পেজে প্রদর্শন করে। যে ওয়েবসাইটি প্রথমে দেখা যাচ্ছে সেটি প্রথমে
দেখানোর কারন সেটিকে এসইও করা হয়েছে। কোন ওয়েবসাইটকে সার্চের প্রথমে
প্রদর্শন করার জন্য যে প্রক্রিয়া অবলম্বন করা হয়, সেটিকে এসইও বলে।

এসইও (SEO)প্রধানত ২ প্রকার-
1.অন পেইজ এসইও
2.অফ পেইজ এসইও
1.অন পেইজ এসইও কি?

অন
পেজ এসইও হল এমন একটা সিস্টেম যার মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইট বা ব্লগ
পেজকে সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি করে তুলতে পারি।অন পেইজ এসইও সরাসরি ওয়েব
সাইটে করা হয়।অন পেইজ এসইও করার জন্য আপনাকে প্রথমে ব্লগ এর ডিজাইন ভালো
ভাবে করতে হবে ।একটা ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনে র‍্যাঙ্ক করানোর জন্য সেই
সাইট এর ভিতরের যে পরিবর্তনগুলা করতে হয়, তাকেই অন পেইজ এসইও বলে।

অন পেইজ এসইও এর ৭টি প্রয়োজনীয় বিষয়:

1.Domain Name, Domain Address/URL
2.Title, Keyword
3.NO-follow, DO-follow
4.HTML Tag H1, H2 and H3
5.Keyword Research
6.Website Analysis
7.Content Optimization
2.অফ পেইজ এসইও কি?
একটা
ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনে র‍্যাঙ্ক করানোর জন্য সেই সাইট এর বাইরে যে
কাজগুলো করা হয় , তাই অফ পেইজ এসইও ।যে কোনো ওয়েবসাইটের প্রচার এবং
জনপ্রিয়তা বৃদ্ধির জন্য বিভিন্ন ওয়েবসাইটে URL Share, Link Building এবং
যে প্রচারনা করা হয় তাকে অফ পেজ এসইও বলে।একটা ওয়েবসাইটকে র‍্যাঙ্ক
করানোর জন্য অফ পেইজ এসইও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
অফ ফেইজ এসইও এর জন্য যে কাজ গুলো করতে হয়ঃ

* ব্যাকলিংক
* সোসাল শেয়ার
* ফোরাম পোস্টিং
* ডিরেক্টরি সাবমিশন
* সোসাল বুকমার্কিং
* ফটো শেয়ারিং
* ভিডিও শেয়ারিং
* আর্টিকেল সাবমিশন
* প্রেস রিলিজ
* গেস্ট ব্লগিং
* Web 2.0
* ব্লগ কমেন্ট
* ডকুমেন্ট শেয়ারিং

?? দেশের যেকোন প্রান্ত থেকে অনলাইনে ঘরে বসে কম্পিউটার গ্যালারি এন্ড টেনিং সেন্টার ওয়েবসাইটের মাধ্যমে লাইভে ক্লাস করার সুযোগ পাচ্ছেন।
যাদের ইন্টারনেট বা কম্পিউটার নেই, তারা সুজানগর কম্পিউটার গ্যালারি এন্ড টেনিং সেন্টার গিয়েও ক্লাসে অংশ নিতে পারবেন।
আমাদের এই কোর্সটি সম্পর্কে বিস্তারিত জানতে অথবা কোর্সটি অনলাইনে ঘরে বসে লাইভ ক্লাসের মাধ্যমে করতে এখানে ক্লিক করুন :

Comments (0)

Share

Share this post with others